ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি,(খাগড়াছড়ি)। খাগড়াছড়ির জেলার মহালছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২উদযাপিত হয়েছে।উপজেলারবিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় রাজনৈতিক দলসমূহ শোভাযাত্রা সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব, র্যালি সহকারে বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন, র্যালি সহকারে বাংলাদেশ জাতীয়াবাদী দল বিএনপি মহালছড়ি, বাংলাদেশ জাতীয় পার্টি, জেএসএস(এমএনলারমা), ইউপিডিএফ(গণতান্ত্রিক), মহালছড়ি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি স্কুল কলেজ এর নেতৃবৃন্দ মহালছড়ি উপজেলার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও মহালছড়িসিংগিনালাউচ্চবিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্যারেড ও ডিসপ্লে প্রদর্শন করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।