ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. ছানাউল্যা পাটোয়ারি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
এ সময় খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন, জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক হাফিজা আইরিন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় বন বিভাগের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।