খাগড়াছড়ির
গুইমারাতে সোনালী ব্যাংকের ১২১৩ তম শাখা উদ্ভোধন
প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০৮:৪৮:৪৬
| আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:২৮:৫২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলায় সোনালী ব্যাংকের ১২১৩ তম শাখার উদ্বোধন করা হয়েছে। বিকেলে গুইমারা উপজেলার কাশেম মার্কেটে ব্যাংক কার্যালয়ে সোনালী ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াবেদ উল্ল্যাহ আল মাসুদের সভাপতিত্বে গুইমারা ব্যাংক শাখার উদ্বোধন করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উষ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাকির হোসেন, রাঙ্গামাটি আঞ্চলিক শাখার সহকারী পরিচালক মোঃ ওয়ালিউন নবী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সোনালী ব্যাংকের গুইমারা শাখা উদ্বোধনের মাধ্যমে প্রত্যন্ত পাহাড়ী জনপদে বর্তমান সরকারের উন্নয়নমূখী চিন্তা-চেতনা আরো একধাপ এগিয়ে যাবে বলে মন্তব্য বরেন। এর আগে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যাংকের র্ককর্তারা।