শুক্রবার | ১০ জানুয়ারী, ২০২৫

বান্দরবানের লামায় শিশু যৌন নিপীড়নের ঘটনায় হোস্টেল সুপার কারাগারে

প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০২২ ০৯:১৬:২৩ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৩:৫২:০৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামায় ৬ বছরের এক শিশুকে যৌন নিপিড়নের ঘটনায় শৈলেন্দু বড়ুয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ভিকটিম ও আসামীকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হলে আদালত ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি নেয় এবং আসামীকে জেল হাজতে প্রেরণ করে।

শৈলেন্দু বড়–য়া কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড এর মিশন পাড়ার মৃত খেমা খেজুর বড়–য়ার ছেলে এবং লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর ‘লুলাইং হেডম্যান পাড়া এ্যাডভান্টিজ হোস্টেল’এর হোস্টেল সুপার।

সুত্রে জানা যায়, যৌন নিপিড়নের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ১৬ নভেম্বর (বুধবার) লামা থানায় একটি  মামলা দায়ের করেন। থানা মামলাটি আমলে নিয়ে বৃহস্পতিবার লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত জিআর মামলা ১৫৮/২২ মূলে আমলে নেয়। এদিকে ভিকটিমের ২২ধারায় জবানবন্ধি শেষে শিশুটিকে পরিবারের জিম্মায় দেয় আদালত।

এজাহার সূত্রে জানা যায়,শিশুটি লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড লুলাইং হেডম্যান পাড়া এ্যাডভান্টিজ হোস্টেলে থেকে লেখাপড়া করত। আসামী উক্ত হোস্টেলের পরিচালক ও সুপার। গত ৩ নভেম্বর রাতে ভিকটিম হোস্টেলে ঘুমানোর পর আসামী তার বিছানায় আসে এবং তাকে শারীরিক নির্যাতন করে। এসময় শিশুটি চিৎকার দিলে অন্যান্য শিশুরা এগিয়ে আসলে সে সরে যায়। গত ৭নভেম্বর ভিকটিমের বাবা হোস্টেলে গেলে শিশুটি কান্না করে বাবার সাথে চলে যায় এবং  তার মাকে বিষয়টি অবহিত করলে ১৬নভেম্বর (বুধবার) শৈলেন্দু বড়ুয়াকে আসামী করে লামা থানায় একটি মামলা দায়ের করে ভিকটিমের বাবা।

এদিকে শৈলেন্দু বড়–য়ার স্ত্রী মিরা বড়–য়া বলেন, ২০০২ সালে তার স্বামী হোস্টেলটি শুরু করেন। ২০১৪ সাল থেকে আবাসিকভাবে হোস্টেল কার্যক্রম শুরু করেন। পশাৎপদ পিছিয়ে পড়া শিশুদের লেখাপড়ার দায়িত্ব নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি আরো জানান, শৈলান্দু বড়ুয়া লুলাইং বাজার এলাকায় ২৫একর জায়গার উপর হোস্টেল, বাগান ও মৎস্য খামার করেছে । তাকে সরিয়ে দিতে পারলে এই বিশাল সম্পদ কিছু লোক দখলে নিতে পারবে তাই ষড়যন্ত্র করে এই ঘটনার সৃষ্টি। তিনি আরো বলেন,আমার স্বামী ষড়যন্ত্রের শিকার।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম ঘটনার সত্যত্বা নিশ্চিত করে জানান, এক শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে শৈলেন্দু বড়–য়া নামে ‘লুলাইং হেডম্যান পাড়া এ্যাডভান্টিজ হোস্টেল’ এর হোস্টেল সুপারকে আটক করা হয়েছে এবং তাকে সকালে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন এর দুর্গম লুলাইং হেডম্যান পাড়ার এ্যাডভান্টিজ হোস্টেলে ৪৬জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের শিশু আবাসিকভাবে অবস্থান করে লেখাপড়া করছে আর তারমধ্যে ১৩ জন মেয়ে এবং ৩৩ জন ছেলে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions