বুধবার | ২৭ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়ি শহরের কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নতুন আহ্বায়ক কমিটি

প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২২ ০৭:০৭:২৪ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০৮:১৫:০৩

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বছরের পর বছর গায়ের জোরে আর ক্ষমতার জোরে কমিটি আঁকড়ে থাকাদের অনিয়ম-অন্যায়ে খাগড়াছড়ি শহরের ঐতিহ্যবাহী মসজিদটি যেনো আর সইতে পারছিল না। বহুদিন মুসল্লীরাও ভয়ে মুখ বুজে সব সয়ে যাচ্ছিলেন। কিন্তু প্রতিবাদী একটি আদালতের আশ্রয় নিলে আদালত কমিটি ভেঙ্গে গঠনতান্ত্রিকভাবে নতুন ইলেকশন প্রক্রিয়া শুরু করার আদেশ দেন

 

কিন্তু লুটেরা চক্রটি গঠনতন্ত্র লঙ্ঘন করে নিজেরা নিজেরা একটি কমিটি করে আবারো লুঠপাট শুরু করলে এবার মুসল্লীরা প্রতিরোধের সিদ্ধান্ত নেন। এই খবর জেনে চক্রটি পিছু হটে। এবং এই শুক্রবার বাদজুমা খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহে জামে মসজিদের পরিচালনার জন্য সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে

 

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব গোলাম মোঃ বাতেন মহোদয়ের সভাপতিত্বে আজকের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদস্য - হাজী মোঃ শানে আলম, সদস্য - ডিডি, ইসলামিক ফাউন্ডেশন , সদস্য - কাউন্সিলর মোঃ শাহ আলম, সদস্য - সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, সদস্য - ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর মডেল থানা।


সভায় দ্রুত সময়ের মধ্যে মসজিদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার নির্বাচনের আগে একটি অডিট ফার্মের মাধ্যমে মসজিদের আয়- ব্যয়ের অডিট করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভাশেষে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ মুসল্লিদের নিয়ে মসজিদের স্থাবর সম্পত্তি মসজিদ মার্কেট, পুকুর, কৃষি জমিসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন

 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions