বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা'র আয়োজনে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার(০২নভেম্বর)বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থা'র সাধারণ সম্পাদক জুয়েল চাকমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা'র সভাপতি প্রতাপ চন্দ্র বিশ্বাস।
চেক বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, জেলা ক্রীড়া সংস্থায় যারা সংশ্লিষ্ট বা জড়িত আছে,তারা ক্রীড়া সংস্থার উন্নয়ন ও এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছে।আমরা সবসময় ক্রীড়া সংস্থা'র পাশে আছি। ক্রীড়া শারীরিক ও মানসিক দৃঢ়তা, কলা-কৌশল এবং সুস্থ ক্রীড়া প্রদর্শন করে একজন বিজয়ী তার অপূর্ব ক্রীড়াশৈলীর নিদর্শন রাখতে পারে ।
এ সময় ২০২১-২০২২ অর্থ-বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে জেলার ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের প্রতিজনকে ৫হাজার টাকা হারে করোনাকালীন বিশেষ আর্থিক অনুদান মঞ্জুরিতকৃত এ জেলা থেকে ৮০জনের মাঝে চেক বিতরণ করা হয়।