বুধবার | ২৭ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

প্রকাশঃ ০২ নভেম্বর, ২০২২ ০৭:৪২:৫৩ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৫:১০:১৯

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা প্রশাসন জেলা ক্রীড়া সংস্থা' আয়োজনে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে

 

বুধবার(০২নভেম্বর)বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থা' সাধারণ সম্পাদক জুয়েল চাকমা' সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থা' সভাপতি প্রতাপ চন্দ্র বিশ্বাস

 

চেক বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, জেলা ক্রীড়া সংস্থায় যারা সংশ্লিষ্ট বা জড়িত আছে,তারা ক্রীড়া সংস্থার উন্নয়ন এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছে।আমরা সবসময় ক্রীড়া সংস্থা' পাশে আছি। ক্রীড়া শারীরিক মানসিক দৃঢ়তা, কলা-কৌশল এবং সুস্থ ক্রীড়া প্রদর্শন করে একজন বিজয়ী তার অপূর্ব ক্রীড়াশৈলীর নিদর্শন রাখতে পারে  

 

সময় ২০২১-২০২২ অর্থ-বছরে যুব ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে জেলার ক্রীড়াবিদ ক্রীড়াসেবীদের প্রতিজনকে ৫হাজার টাকা হারে করোনাকালীন বিশেষ আর্থিক অনুদান মঞ্জুরিতকৃত জেলা থেকে  ৮০জনের মাঝে চেক বিতরণ করা হয়

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions