পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ
প্রেস বিজ্ঞপ্তি, খাগড়াছড়ি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে গঠিত নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।
খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা এম. রাশেদুল হক সাক্ষরিত গণমাধ্যমে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন অনুষ্ঠান বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
নির্বাচনী তফসিলে পর্যালোচনায় দেখা যায়, আগামী ২৫ অক্টোবর তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। পাশাপাশি ২৬ অক্টোবর ০৩ নভেম্বর ভোটার তালিকার আপত্তি দাখিল ও ০৬ নভেম্বর তা নিস্পত্তি করে আগাম ৯ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনে সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান, সেক্রেটারি ও নির্বাহী সদস্য পদের প্রার্থীদের জন্য মনোনয়নপত্র বিক্রয় করা হবে আগামী ১০ থেকে ১৩ নভেম্বর অফিস চলাকালীন সময়ে। এছাড়া আগামী ১৪ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন ১৫ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই পূর্বক ১৬ নভেম্বর মনোনয়ন সংক্রান্ত আপত্তি গ্রহন করে ১৭ নভেম্বর তা নিস্পত্তি করবেন এবং ১৯ নভেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করবেন।
নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের জন্য সময় রাখা হয়েছে ২০ নভেম্বর এবং ২১ নভেম্বর চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন।
সবশেষে আগামী ৩ ডিসেম্বর (শনিবার) ২০২৩-২০২৫ মেয়াদে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একইদিন সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে।