পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে শেখ রাসেল দিবস/২২ উদযাপিত হয়েছে। ১৮ অক্টোবর সকালে উপজেলা টাউন হলে শেখ রাসেল'র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, টাউন হল প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ, আলোচনা সভা, কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে এর আগের দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার'র সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, সদর ইউপি
চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ধনিষ্ঠা চাকমা, উপজেলা সমাজ
সেবা কর্মকর্তা মোঃ শামসুল আলম, বিআরডিবি কর্মকর্তা মোঃ জিয়াউল হক, সমবায়
কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, খাদ্য অফিসের কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনব চাকমা,
পল্লী সঞ্চয় ব্যাংক এর কর্মকর্তা লুনা চাকমা, বিভিন্ন অফিসের কর্মকর্তা, কর্মচারী,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও কর্মচারীসহ গণমাধ্যম কর্মীরা
উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলে'র ৫৯তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমণ্ডি ৩২ নম্বরের বাসভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। গত বছর থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।