কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন সম্প্রসারিত ভবনের কেন্ডিলিবার (গাড়ি পার্কিং-এর পোস্ট) এর ছাদ ঢালাই কালীন গত শুক্রবার সংঘটিত অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় নিহতের পরিবারকে চেয়ারম্যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ঘোষিত পরিবার প্রতি ১ লক্ষ টাকা করে ২ লক্ষ টাকা হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর থানায় নগদ টাকাগুলো হস্তান্তর করা হয়। হস্তান্তরের সময় খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আরিফুল ইসলাম, পরিষদের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, পৌর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল এবং পৌর ওয়ার্ড কাউন্সিলর মানিক পাটোয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিষদের পাবলিক রিলেশন অফিসার চিংলামং চৌধুরী জানান, নিহত মো: সাইফুল ইসলাম শিকারের মরদেহ খুলনা বাগেরহাট চিতলমারীর কলিগাতীর মধ্য পাড়া পর্যন্ত বহনসহ যাবতীয় খরচ পরিষদ বহন করছে এবং সদর হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের চিকিৎসা, ঔষধপত্র, খাবারের ব্যবস্থা করা হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী মর্মান্তিক এই ঘটনার জন্য আবারও দু:খ প্রকাশ করে জানান, কারো জীবন তো আর ফিরিয়ে দেয়া সম্ভব নয়। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি নিহত-আহতদের মধ্যে যাঁরা স্থানীয় তাঁদের পাশে পরিষদ সব সময় থাকবে।