কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্প্রসারিত ভবনের নির্মাণাধীন ছাদ ধসে পড়ে ২ নির্মাণ শ্রমিক নিহত ও ৭ জন আহত হয়েছে। শনিবার বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে ছাদের ধালাই চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ছাদের নিচে আটকা পড়েন আরও কয়েকজন।
তাদের উদ্ধারে সেনাবাহিনী ও ফায়ার সাভিসের কর্মীরা অভিযান চলছে। নিহতরা হলেন, খাগড়াছড়ি সদরের সাজ্জাদ, অপরজনের নাম জানা যায়নি।
জানা গেছে, সম্প্রসারিত ভবনের সামনের অংশের ভবনের ছাদ ধালাইয়ে ১৬ জন শ্রমিক কাজ করছিলেন। দুপুরে খাবারের বিরতি শেষে কাজ শুরুর কিছুক্ষণের মধ্যে ছাদ ধসে পড়ে। এ সময় তাৎক্ষনিক ৬ জনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন। বাকীরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিহত ২ শ্রমিকের মরদেহ সদর হাসাপাতালে রয়েছে। উদ্ধার হওয়া বাকী সদস্যদের হাসপাতালে চিকিৎসা চলছে। উদ্ধার অভিযান অব্যাহত আছে।