কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। তরুণ প্রজন্মকে বন সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে হাতেকলমে ধারণা দেওয়ার জন্য স্থানীয় উন্নয়ন সংগঠন তৃণমূল উন্নয়ন সংস্থা পর্বত সংরক্ষণ অঙ্গীকার প্রচারাভিযানের অংশ হিসেবে গ্রামীণ সাধারণ বনে (ভিসিএফ) হাইকিং এর আয়োজন করেছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় তৃণমূল কার্যালয় থেকে হাইকিং শুরু হয়ে ৩৮ জন অংশগ্রহনকারী খাগড়াছড়ি সদরের কমলছড়ি ভিসিএফ এলাকায় পৌঁছায়। সেখান থেকে দিনটি দলে ভাগ হয়ে সংরক্ষিত বনের অভিমূখে যাত্রা করে। পাহাড়ি খাল, ছড়া, ঝিড়ি ও উঁচুনিচু পাহাড় পেড়িয়ে তিনঘন্টারও বেশি সময় হাইকিং করেন অংশগ্রহনকারীরা।
হাইকিং শেষে কমলছড়িতে অবস্থিত তৃণমূল উন্নয়ন সংস্থার ফরেস্ট ডেমোনেস্ট্রেশনে শেয়ারিং ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহনকারীরা তাদের হাইকিং এর বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
এসময় খাগড়াছড়ি জেলার বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, ইউএনডিপির প্রকল্প ফোকাল উশিংমং মারমা, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, ভিসিএফ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাথোউ মারমা সহ পাড়া কার্বারী ও ভিসিএফ সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ইউএফএইডের অর্থায়নে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, তৃণমূল উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনডিপি যৌথভাবে পার্বত্য চট্টগ্রাম ওয়াটারশেড কো-ম্যানেজম্যান্ট এক্টিভিটি বা সিএইচটি ডব্লিউসিএ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে বন সংরক্ষণের মাধ্যমে পাহাড়ের পানির প্রবাহ ঠিক রাখা।