শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাদ্য উপহার বিতরণকালে

অসাম্প্রদায়িক বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর : বাসন্তী চাকমা এমপি

প্রকাশঃ ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৯:০৬ | আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ ১০:৫৫:৫৬

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য বাসন্তী চাকমা বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাহাড়-সমতলের সকলের মানুষের প্রতি সম-দায়িত্ববান। শারদীয় দুর্গাপূজাকে আনন্দ উৎসবের সাথে পালনের সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। কেউ যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে মানুষের মনে বিষাদ সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে

 

শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে 'শতাধিক নারী-পুরুষের মাঝে খাবার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

 

খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব' সভাপতিত্বে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রী শ্রী নারায়ন মন্দিরের সহ-সভাপতি আশীষ ভট্টাচার্য্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, শ্রী শ্রী লআষ্মী নারায়ণ মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন চৌধুরী প্রমুখ

 

শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দিরের দপ্তর সম্পাদক প্রভাত তালুকদা' সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বাসন্তী চাকমা আরো বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, দুর্গাপূজার উৎসব সকলের জন্য। সরকার ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব সবার এই সংস্কৃতিতে বিশ্বাসী। আমাদের সব ধর্মাবলম্বীর উৎসব আনন্দকে যেন কোন দুষ্ট চক্রকারীরা বিনষ্ট করতে না পারে সেজন্য আমাদেরকে যার যার স্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। শারদীয় পূজায় যেন সকলেই শান্তিপূর্ণ আনন্দ পরিবেশে সমাপ্ত করতে পারি


পরিশেষে  ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলকে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানান তিনি 

 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions