খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান
প্রকাশঃ ০৬ সেপ্টেম্বর, ২০১৮ ০৭:১৫:২১
| আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:২৮:৪৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজ পড়–য়া ৩৯৩ জন শিক্ষার্থীর মাঝে উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেন।
এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান, সদস্য জুয়েল চাকমা অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে কংজরী চৌধুরী বলেন, পড়ালেখার উদ্দেশ্য যেন শুধুমাত্র চাকরীর জন্য সীমাবদ্ধ না থাকে। নিজের ভেতরের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।