শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে শান্তি এসি বাস সার্ভিস চালু

প্রকাশঃ ২২ সেপ্টেম্বর, ২০২২ ০৬:৪৩:১২ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৯:২৫:০৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে নতুন এসি বাস সার্ভিস চালু করেছে খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপ (শান্তি পরিবহন)। বুধবার (২১ সেপ্টেম্বর ২২) বিকেলে আনুষ্ঠানিক ভাবে লাল ফিতা কেটে নতুন এসি বাস সার্ভিস এর উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এসময় খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রæপ (শান্তি পরিবহন) এর কার্যালয়ে সংগঠনের সভাপতি হাজী মো. মাহবুব-উল-আলমর সভাপতিত্বে সা. সম্পাদক হাজ¦ী মো. খলিলুর রহমান খোকনের সঞ্চালিনায় অনুষ্ঠিত সভায় এতে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগের জাতীয় পরিষদ’র সদস্য বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা এবং সংগঠনটির উপদেষ্টা ও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান হাজ¦ী মো. শানে আলম অংশ নেন।

এ সময় শান্তি পরিবহণ’র উপদেষ্টা আলহাজ মো. জাহেদুল আলম, উপদেষ্টা মৃদুল কান্তি বড়ুয়া, হাজী মো. খোরশেদ আলম, বাবুল নাগ, সংগঠনের অফিস সহকারী সুমন চন্দ্র নাথসহ সংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন।

পরে ফুলে সজ্জ্বিত নতুন এসিবাস সার্ভিস লাল ফিতা কেটে গাড়ী যাত্রা সুচনা করেন প্রধান অতিথি। এসময় সকল আগত অতিথিদের নিয়ে গাড়ীটি শাপলা চত্বর হয়ে জিরো মাইল ঘুরে শান্তি পরিবহণের কার্যালয়ের সামনে এসে এসি বাসে ভ্রমণ সমাপ্তি করেন।

উল্লেখ্য, প্রতিদিন সকাল ৭টা এবং বিকাল ৫টায় উভয়দিক থেকে এই আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বাস দুটি নিয়মিত চলাচল করবে। এর জন্য ভাড়া হিশেবে যাত্রীদের গুনতে হবে ৩’শ ৬০ টাকা।


খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions