কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। নেপালে অনুষ্ঠিত নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় পার্বত্য চট্টগ্রামের কৃতি খেলোয়াড় রূপনা চাকমা, মনিকা চাকমা, আনাই মগিনি (মারমা), আনুচিং মগিনি (মারমা) ও তাদের কোচ তৃঞ্চা চাকমাসহ বাংলাদেশ নারী ফুটবল টিমের সকল সদস্যকে আন্তরিক ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার এক বিবৃতিতে ইউপিডিএফের সহসভাপতি নতুন কুমার চাকমা পার্বত্য চট্টগ্রামের কৃতি নারী ফুটবল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের ছেলেমেয়েরা সুষ্ঠু পরিবেশ, সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে ফুটবল, হ্যান্ডবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় সাফল্য দেখাতে সক্ষম হবে, তা গতকাল নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জেতার মাধ্যমে আরও একবার প্রমাণিত হয়েছে।
তিনি বলেন খেলাধূলা, বিনোদন ও শিল্প চর্চার জন্য স্থিতিশীল ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও জাতীয় স্বায়ত্তশাসনের অধিকার প্রয়োজন, যা দুঃখজনকভাবে পার্বত্য চট্টগ্রামে এখনও অনুপস্থিত। যেখানে অধিকাংশ পাহাড়ি তরুণ-তরুণীকে সব সময় হামলা, গ্রেফতার ও হয়রানি-নির্যাতনের ভয়ে ত্রতস্থ থাকতে হয়, সেখানে এসব সুকুমার বিষয়ে মনোনিবেশ করা তাদের জন্য এক বিলাসিতা হয়ে দাঁড়ায়। কিন্তু তা সত্বেও পাহাড়িদের মধ্য থেকে কেউ কেউ নিজের অদম্য ইচ্ছা, আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় যেভাবে খেলাধূলার জগতে দেশে ও বিদেশে সাফল্য অর্জন করে চলেছে তা সত্যিই প্রশংসার যোগ্য।
পার্বত্য চট্টগ্রামে অধিকার অর্জনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হলে এখানকার ছেলেমেয়েরা খেলাধূলাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশে ও বিদেশে সাফল্য ও সুনাম অর্জন করে পার্বত্য চট্টগ্রামসহ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবে বলে তিনি মনে করেন।