বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়ি কারাগার থেকে পরীক্ষায় অংশ নিলেন ৩ কয়েদি

প্রকাশঃ ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০১:২২:০৩ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৮:৩৫:০০

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে কারাগারে বসে মাধ্যমিক সার্টিফিকেট পাশ পরীক্ষা দিচ্ছেন তিনজন পরীক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার জি মাহমুদ। 

 

আজ থেকে (১৫ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে শুরু হওয়া পরীক্ষায় কারাগারের অফিস কক্ষে বসেই অংশ নেন এই তিন শিক্ষার্থী। 

 

পরীক্ষায় অংশ নেয়ারা হলেন, খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ আলম এবং সে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র। তিনি একমাস আগে নারী শিশু নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাবাসী হয়

 

অপর দুইজন আরিফুল ইসলাম হত্যা মামলার আসামী। সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে গেছেন। নিপুন ত্রিপুরা হত্যা মামলার আসামী। সে মাটিরাঙ্গা মিউনিসুপ্যাল স্কুলের শিক্ষার্থী। একবছর আগে জেলে গেছেন

 

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার জি মাহমুদ বলেন, তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছে। তারা শিক্ষকের তত্ত্বাবধনে পরীক্ষা দিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা পরীক্ষা শুরু করেছে। 

 

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions