খাগড়াছড়িতে বকেয়া বেতনের দাবিতে
রাবার বাগান প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট
প্রকাশঃ ১১ সেপ্টেম্বর, ২০২২ ০১:১৪:৫০
| আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০৯:০৯:১৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১ম পর্যায়ের রাবার বাগান প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তাদের অনিয়ম ও অবহেলায় ৫ বছর ধরে বেতন ভাতা বন্ধ থাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা।
রোববার সকালে খাগড়াছড়ি জেলা ইউনিট অফিসে কাজে যোগ না দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন রাবার ব্যবস্থা ১ম পর্যায় প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা।
ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীরা বলেন, শুরু থেকে লাভজনক ভাবে উচুঁ বন্দোবস্তীকরণ রাবার বাগান প্রকল্প কার্যক্রম করে আসলেও বিগত ১০ বছর ধরে উর্ধ্বতন কর্মকর্তারা এই প্রকল্পকে লোকসান দেখিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর শোষণ করছেন। বিগত ৫ বছর ধরে এই প্রকল্পের কোন কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পাচ্ছে না। এতে করে মানবেতর জীবন যাপন করছেন। কর্তৃপক্ষের কাছ থেকে কোন ধরণের আশ্বাস না পেলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুশিঁয়ারী দেন আন্দোলনকারীরা।
অবস্থান কর্মসূচিতে উচুঁ বন্দোবস্তীকরণ রাবার বাগান প্রকল্পের সহকারী ব্যবস্থাপক জসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, উচুঁ ভূমি বন্দোবস্তীকরণ রাবার বাাগন ব্যবস্থাপনা ইউনিটের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা বলেন, বকেয়া বেতন ভাতার দাবিতে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আজ বিকেলে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে তাদের সাথে বৈঠক করবেন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। আশা করছি বৈঠকে কোন সিদ্ধান্ত আসবে।