বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেনারেটর অপারেটরের মৃত্যু

প্রকাশঃ ০৯ সেপ্টেম্বর, ২০২২ ০৩:১৮:২৮ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৬:০৪:২৩

সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মীর মৃত্যু হয়েছে

 

বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) রাত টায় উপজেলার পশ্চিম থানাপাড়া এলাকার একটি সামাজিক অনুষ্ঠানে রাত্রি কালিন ডিউটিতে ছিলেন ডেকোরেটর কর্মী। নিহত ডেকোরেটর কর্মীর নাম আল- মামুন (২২) নিহত আল- মামুন উপজেলার মেরুং ইউপির বেতছড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে

 

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক অনুষ্ঠান চলা কালে জেনারেটর চালাতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়। এরপর স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন

 

এবিষয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রাশেদুল আলম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গিয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছে।

 

দীঘিনালা থানার ডিউটি অফিসার উপ- পুলিশ পরিদর্শক (এসআই) প্রেমানন্দ মন্ডল জানান, ‘এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। গতকাল রাতে লাশ হাসপাতাল থেকে দাফনের জন্য নিহতের স্বজনেরা নিয়ে গেছেন

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions