বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

ভূমি কমিশনের সভা স্থগিত করায় তিন সংগঠনের ক্ষোভ ও বিস্ময় প্রকাশ

প্রকাশঃ ০৭ সেপ্টেম্বর, ২০২২ ০৩:৪৭:০৭ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০৮:০০:২০
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত করায় গভীর ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে এক যৌথ বিবৃতি দিয়েছে পার্বত্য চট্টগ্রামে ছাত্র-যুব ও নারী সমাজের প্রতিনিধিত্বকারী তিন সংগঠন।

গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি অংগ্য মারমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি সুনয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডবিøউএফ)-এর সভানেত্রী নীতি চাকমা আজ বুধবার (৭ সেপ্টেম্বর ২০২২) সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতিতে সভা স্থগিত করণের সিদ্ধান্তকে‘ পক্ষপাতদুষ্ট ও কায়েমী স্বার্থবাদী চক্রের পারষ্পরিক যোগসাজশের পরিণতি’ মন্তব্য করে তিন সংগঠনের নেতারা বলেছেন,‘একটি চিহ্নিত গোষ্ঠীকে সন্তুষ্ট করতে তা করা হয়েছে, যা কখনই মেনে নেয়া যায় না।’

বিবৃতিতে তিন সংগঠনের নেতারা ভূমি কমিশনের ব্যাপারে এও প্রশ্ন তোলেন, ‘ক্ষমতাধর চক্রের ইঙ্গিতে ডাকা তথাকথিত হরতালের কারণে উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ কমিশনের অপর সদস্যদের বৈঠকে অংশ গ্রহণ যদি ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন নিশ্চিত করতে না পারে, তাহলে আগামীতে এ কমিশন ভূমি বিরোধ নিষ্পত্তিতে কী ভূমিকা রাখতে সক্ষম হবে?’

বিবৃতিতে তিন সংগঠনের নেতারা পার্বত্য চট্টগ্রামের বর্তমান ভূমি বিরোধকে আশির দশকে ফৌজী শাসকদের সৃষ্ট মন্তব্য করে আরও বলেছেন, ‘সংখ্যালঘু বান্ধব বলে জাহির করলেও আওয়ামীলীগ ফৌজীশাসকদের গৃহীত পাহাড়ি বিদ্বেষী নীতিই অনুসরণ করে চলেছে। সে কারণে এত বছরেও ভূমি সমস্যা ঝুলে আছে এবং যতদিন যাচ্ছে তা জটিল আকার ধারণ করছে। পাহাড়িদের জাতীয় অস্তিত্ব ভূমির সাথে যুক্ত, এজন্য বৃহত্তর আন্দোলন ছাড়া গতি নেই বলে তারা মন্তব্য করেন। ভূমি নিয়ে আগামীতে যে কোন জটিলতা বা সংকটের জন্য সরকারকে দায়-দায়িত্ব নিতে হবে বলেও তিন সংগঠনের নেতারা হুঁশিয়ার করে দিয়েছেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions