কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের গুইমারা উপজেলা সংগঠক অংথুই মারমা ওরফে আগুন নিহতের ঘটনায় ৫ উপজেলায় আধা বেলা সড়ক অবরোধ পালিত হয়েছে।
রোববার ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলার রামগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, গুইমারা ও মাটিরাঙ্গায় আধা বেলা সড়ক অবরোধ থাকলেও বিকেলেও সড়কে আতঙ্ক বিরাজ করছে। গুইমারা, রামগড় ও মানিকছড়িতে অবরোধ শেষেও নিরাপত্তা ঝুঁকির প্রভাবে পরিবহন চলাচল বাড়তি সর্তকতা ধরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সরজমিন খাগড়াছড়িতে প্রবেশের পথ মানিকছড়ির নয়াবাজার এলাকায় দেখা যায়, দুপুর ১ টার সময়ও যাত্রী ও পণ্যবাহী গাড়ি চলাচলে পুলিশের টহলের মাধ্যমে পারাপার করা হচ্ছে। একই অবস্থা গুইমারা ও রামগড়ের প্রবেশমুখ গুলোতে।
গুইমারার জালিয়াপাড়া এলাকায় ঢাকাগামী বাসের যাত্রী স্বপন চাকমা বলেন, দুপুর ১ টায় খাগড়াছড়ি থেকে বাসে উঠেন। জালিয়াপাড়ায় আসার পর গাড়ি আর যাচ্ছেনা। কাল চাকরীর পরীক্ষা রয়েছে। খুব ভোগান্তি হচ্ছে।
ট্রাক চালক আবুল মিয়া জানান, ফেণী থেকে মুদিমাল নিয়ে মাটিরাঙ্গা যাচ্ছেন। ভোর ৫ টায় রামগড়ে পৌঁছার পর অবরোধের জন্য আর যেতে পারেননি। দুপুর ১২ টার পর রামগড় থেকে জালিয়াপাড়া পুলিশের পাহারায় আসতে সময় লেগেছে দুই ঘন্টা।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ জানান, সড়ক অবরোধ ঘিরে বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলার শঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েকটি গাড়ি এক সাথে হলে পুলিশ পাহারায় তা ঝুঁকিপূর্ণ এলাকা পার করে দেয়া হচ্ছে।
এ দিকে, গত শুক্রবার গুইমারার দেওয়ান পাড়ায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ গুইমারা শাখার সংগঠক অংথুই মারমা ওরফে আগুনের মৃত্যুর ঘটনায় রোববার খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ ঘোষণা করে সংগঠন। অবরোধ চলাকালে গুইমারার বাইল্যাছড়ি, রামগড়ের বিভিন্ন এলাকায় সড়কে ইট, গাছের গুড়া ও আগুন জ্বালিয়ে পিকেটিং করার খবর পাওয়া গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।