বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত, ইউপিডিএফের নিন্দা

প্রকাশঃ ০২ সেপ্টেম্বর, ২০২২ ০৪:২৫:২১ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ১১:১৮:৪৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির গুইমারায় প্রতিপক্ষের গুলিতে অংথুই মারমা ওরফে আগুন নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে গুইমারার দেওয়ান পাড়া মিশন স্কুল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত অংথুই মারমা গুইমারার বুদংপাড়া যৌথ খামার এলাকার কংহ্লাউ মারমার ছেলে এবং ইউপিডিএফ প্রসীত গ্রুপের সক্রিয়া কর্মী।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দেওয়ান পাড়ায় গিয়ে অংথুই মারমা নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ইউপিডিএফ এর সক্রিয় কর্মী। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউপিডিএফের নিন্দা::

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে আজ শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২ সকালে গুইমারায় নব্যমুখোশ সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের স্থানীয় সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২)-কে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।



বিবৃতিতে তিনি বলেন, আজ সকাল পৌণে ১০টার দিকে অংথোই মারমা সাংগঠনিক কাজে যাবার পথে গুইমারার দেওয়ান পাড়া নামক স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীদের সশস্ত্র হামলার শিকার হন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। হত্যার পর সন্ত্রাসীরা তাঁর মৃতদেহের পাশে একটি পিস্ত রেখে দেয়।

নিহত অংথোই মারমার পিতার নাম কংহ্লাউ মারমা। তাঁর বাড়ী উপজেলার যৌথখামারের বুদুংপাড়া।


বিবৃতিতে অংগ্য মারমা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিয়ে একের পর এক ইউপিডিএফ নেতা-কর্মীকে হত্যার কাজে লেলিয়ে দিচ্ছে। অংথোই মারমাকে হত্যার ঘটনাটিও তারই অংশ।

বিবৃতিতে তিনি আরো বলেন, ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে পক্ষে গণেজোয়ার সৃষ্টি হওয়ায় এ গণআন্দোলনকে ভেস্তে দিতে শাসকগোষ্ঠি মুখোশবাহিনী লেলিয়ে দিয়ে ষড়যন্ত্র শুরু করেছে এবং খুন-খারাবি করে সংঘাত উস্কে দেয়ার মরিয়া অপচেষ্টা চালাচ্ছে। তিনি সবাইকে শাসকগোষ্ঠির এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।


খুন, গুম, অপহরণ ও দমন-পীড়ন চালিয়ে ন্যায় সঙ্গত আন্দোলন দমন করা যায় না উল্লেখ করে অংগ্য মারমা বলেন, ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। জনগণের ঐকান্তিক সমর্থন নিয়েই ইউপিডিএফ শত বাধা-বিপত্তি অতিক্রম করে আন্দোলন এগিয়ে নিচ্ছে। কাজেই, নেতা-কর্মী হত্যা করে, অন্যায় নিপীড়ন চালিয়ে ইউপিডিএফ’র ন্যায়সঙ্গত আন্দোলন কখনো দমিয়ে রাখা যাবে না।

বিবৃতিতে তিনি অবিলম্বে অংথোই মারমা (আগুন)-এর হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্ত্রাসীদের  মদদদান বন্ধ করার দাবি জানান।



খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions