বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির নেতাকর্মীদের ঢল

প্রকাশঃ ০১ সেপ্টেম্বর, ২০২২ ০৫:২৩:৫৯ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৭:২০:৩২

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ঘটেছে কর্মসূচি চলাকালে জেলা শহরের মূল সড়ক অনেকটা বিএনপি এর অঙ্গ সংগঠনের দখলে ছিল মিছিলের আগে পিছে পুলিশের কড়া প্রহরায় শান্তিপূর্ণভাবেই বর্ণাঢ্য আমেজে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে


বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন বেলুন উড়ানো শেষে  র‌্যালি নিয়ে  শহরে স্থাপিত বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে দলীয় নেতাকর্মী পুস্পমাল্য অর্পন করে


সময় হাজারো নেতাকর্মীর শ্লোগানে খাগড়াছড়ি শহর প্রকম্পিত হয় এর আগে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয় কর্মসূচিতে পাহাড়িদের নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো মিছিল সামাল দিকে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হয় তারপরও র‌্যালির সময় শহরে আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়


পরে দলীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি যথাক্রমে প্রবীন চন্দ্র চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, নাসির আহমেদ চৌধুরী, মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রব রাজা আবু তালেব, খনি রঞ্জন ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদার, পৌর বিএনপির সভাপতি জহির আহমেদ, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সিমা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions