কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে বুধবার সকাল থেকে জেলা সিভিল সার্জন মো. ছাবেরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫টি ক্লিনিককে জরিমানা করা হয়।
একই সাথে তিন টি ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে রুম সিলগালা করা হয়। এসময় ক্লিনিক মালিকদের সর্তক করেন সিভিল সার্জন।
খাগড়াছড়ির সিভিল সার্জন মো.ছাবের জানান, জেলা সদরের সবকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। টেকনোলোজিস্ট না থাকায় চাঁদনী, মেডিকেল সেন্টার ,কেএসটিসি’র ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে রুম সিলগালা করা হয়। একই সাথে ফেয়ার হেলথ ক্লিনিক ও চেঙ্গী কাশবনসহ ৫টি ক্লিনিককে মেডিকেল প্রক্যাটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী অধ্যাদেশ ১৯৮২ সালের আইন অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিযান চলাকালে ডেপুটি সিভিল সার্জন মিল্টন চাকমা , জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আর ইমরান উপস্থিত ছিলেন।