বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর পরিদর্শনকালে

আগামী সেপ্টেম্বরের মধ্যেই রামগড়-সাব্রুম ইমিগ্রেশন চালু হচ্ছে : নৌ পরিবহন সচিব

প্রকাশঃ ২৯ অগাস্ট, ২০২২ ০৭:১৩:১৪ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০২:১৩:৫৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর দিয়ে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ইমিগ্রেশন চালু হতে যাচ্ছে। নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল এই তথ্য জানিয়ে বলেন, ‘আমাদের কার্যক্রম শেষের দিকে। আগামী ৭দিনের মধ্যে সব কিছু তৈরি হয়ে যাবে। পুলিশ এবং কাস্টমস থেকে জনবল এসে গেলেই ইমিগ্রেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। এরপর থেকে উভয়দেশের নাগরিকরা যাতায়াত করতে পারবেন।


আজ (সোমবার) দুপুরে রামগড় স্থল বন্দর ইমিগ্রেশন ভবন পরিদর্শনকালে নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল এসব কথাগুলো বলেন।


এসময় স্থল বন্দরের প্রকল্প পরিচালক মো: সারওয়ার আলম, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ^ প্রদীপ কুমার কারবারিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য যে, বাংলাদেশের রামগড়-ভারতের সাব্রুম এর মধ্যে স্থলবন্দর চালুর অপেক্ষায় রয়েছে। এরআগে ২০২১ সালের মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামগড় দিয়ে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-  উদ্বোধন করেন

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions