কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর দিয়ে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ইমিগ্রেশন চালু হতে যাচ্ছে। নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল এই তথ্য জানিয়ে বলেন, ‘আমাদের কার্যক্রম শেষের দিকে। আগামী ৭দিনের মধ্যে সব কিছু তৈরি হয়ে যাবে। পুলিশ এবং কাস্টমস থেকে জনবল এসে গেলেই ইমিগ্রেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। এরপর থেকে উভয়দেশের নাগরিকরা যাতায়াত করতে পারবেন।’
আজ
(সোমবার)
দুপুরে
রামগড়
স্থল
বন্দর
ও
ইমিগ্রেশন ভবন
পরিদর্শনকালে নৌ
পরিবহন
সচিব
মোস্তফা কামাল
এসব
কথাগুলো বলেন।
এসময়
স্থল
বন্দরের প্রকল্প পরিচালক মো:
সারওয়ার আলম,
রামগড়
উপজেলা
পরিষদ
চেয়ারম্যান বিশ^
প্রদীপ
কুমার
কারবারিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,
বাংলাদেশের রামগড়-ভারতের সাব্রুম এর
মধ্যে
স্থলবন্দর চালুর
অপেক্ষায় রয়েছে।
এরআগে
২০২১
সালের
৯
মার্চ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ
হাসিনা
ও
ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
রামগড়
দিয়ে
বাংলাদেশ-ভারত
মৈত্রী
সেতু-১ উদ্বোধন করেন।