বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়ির রামগড়ে ১৪৪ ধারা জারি

প্রকাশঃ ২৮ অগাস্ট, ২০২২ ০২:২২:০৫ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৫:৩০:২৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড় উপজেলায় একই স্থানে ও সময়ে উপজেলা বিএনপি ও ছাত্রলীগের কর্মসূচি দেয়ায় জননিরাপত্তার স্বার্থে আংশিক এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রামগড় পৌর এলাকার মাস্টারপাড়া, বাজার ও পৌরসভা কার্যালয়ের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়। রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এই আদেশ জারি করেন।

রামগড় উপজেলা প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রামগড় উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি করতে স্মৃতিসৌধ এলাকায় এবং একই সময় ও স্থানে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শোকাবহ আগস্টের র‌্যালী ও আলোচনা সভা করার অনুমতি চাওয়া হয়েছে। ওই এলাকায় একই সময়ে দুইটি রাজনৈতিক সংগঠন কর্মসূচি করার অনুমতি চাওয়ায় কাউকে অনুমতি দেয়া হয়নি।

নির্ভরযোগ্য মাধ্যমে দুই রাজনৈতিক  সংগঠন কর্মসূচির প্রস্তুতি নেয়ার খবর পাওয়ায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions