বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে প্রধান শিক্ষকের মামলায় জামিন পেলেন সহকারী শিক্ষা কর্মকর্তা

প্রকাশঃ ২৮ অগাস্ট, ২০২২ ০৫:০০:২৪ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ১১:০২:২০

সিএাইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি ত্রিপুরাকে মারধরের ঘটনায় মামলায় জামিন পেলেন অভিযুক্ত উপজেলা সসহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা।

 

রোববার দুপুরে খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম আসামী পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন। 

 

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশুতোষ চাকমা জানান, বাদীর মেডিকেল রিপোর্ট আদালতে না আসা পর্যন্ত সুভায়ন খীসা জামিন প্রদান করেছেন। 

 

বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু জানান, বাদী আসামী পক্ষের প্রভাবে শঙ্কিত আদালতকে বিষয়টি উপস্থাপনের পরও জামিন পেলেন আসামী। এতে করে আমরা ক্ষুব্ধ। 

 

গত ১৬ আগস্ট সদর উপজেলা শিক্ষা অফিসে কথা কাটাকাটির জেরে সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা মহালছড়া সসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি ত্রিপুরাকে মারধর করেন বলে অভিযোগ উঠে। ঘটনায় ওইদিন খাগড়াছড়ি সদর থানায় সুভায়ন খীসাকে আসামী করে মামলা করেন প্রধান শিক্ষক মৌসুমি ত্রিপুরা

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions