বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নবাগত পুলিশ সুপার নাইমুল হক

“অপরাধ, সন্ত্রাস দমনে অভিযানের পাশপাশি প্রযুক্তি ও কৌশল ব্যবহার করা হবে”

প্রকাশঃ ২৫ অগাস্ট, ২০২২ ০৬:১০:৩৪ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০১:২৭:৫৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে এর আয়োজন করা হয়


সময় নবাগত পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম বলেন, পাহাড়ে অপরাধ, সন্ত্রাস দমনে আগেও পুলিশের অভিযান হয়েছে এখনও হবে অভিযানকে বেগবান করতে প্রযুক্তি কৌশল ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি এছাড়াও, চাঁদাবাজি বন্ধসহ জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নান কৌশল নিয়ে কাজ করবেন বলে জানান নবাগত এসপি যে কোন পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয় সভা থেকে


সভায় জেলা পুলিশের কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা বিভাগের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন এর আগে খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা পরিচিতির পাশাপাশি এলাকার অনেক বিষয় তুলে ধরেন তথ্য প্রাপ্তি প্রচারের কাজে পুলিশকে আরোও বেশি সহায়ক ভূমিকা রাখার আহবান জানান সাংবাদিকদ নেতৃবৃন্দ


মতবিনিময় সভায় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা এইচ,এম এরশাদ, স্থানীয় দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া সহ-সভাপতি মো: জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সা: সম্পাদক এইচ এম প্রফুল্লসহ পেশাজীবি সকল সাংবাদিকরা এতে অংশ নেন


এছাড়াও খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আরিফুর রহমান,ট্রাফিক পুলিশের টিআই সুপ্রিয় দেব, ডিবি ওসি মোহাম্মদ শামসুজ্জামান, ডিআই-(ওয়ান) মো: আনোরুল ইসলাম উপস্থিত ছিলেন  

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions