বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

কর্মসূচি করতে না পেরে কলেজে তালা দিল ছাত্রলীগ

প্রকাশঃ ২২ অগাস্ট, ২০২২ ০৪:২৪:১১ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০২:৩১:৪৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি গ্রীন হিল কলেজে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কর্মসূচি করতে শিক্ষার্থীদের না পেয়ে কলেজ একাডেমী ভবনের গেইটে তালা দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

 

রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটলেও রাত ১১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্টের পর বিষয়টি জানাজানি হয়। ২৮ সেকেন্ড ব্যাপ্তির ওই ভিডিও চিত্রে কলেজের একাডেমিক ভবনে দপ্তরীর তালা লাগানোর পর ভেতরের দিক থেকে আরেকটি তালা দেয়ায় দৃশ্যে দেখা যায় কয়েকজন শিক্ষার্থীকে। সময় তালা লাগানোর ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করতে দেখা যায় কলেজ অধ্যক্ষ জাকির হোসেনকে। 

 

প্রত্যক্ষদর্শী অনেক শিক্ষার্থী জানান, কলেজ ছুটির পর ছাত্রলীগের পক্ষ থেকে মিছিলে যেতে বলা হয়। ক্লাশ শেষে সবাই যার যার মতো চলে গেলে কলেজ কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডায় জড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা। সময় কলেজের দপ্তরি তালা দিয়ে গেইট লক করার পরপর ছাত্রলীগের পক্ষ থেকে ভেতরের আরেকটি তালা লাগিয়ে দেয়া হয়। ছাত্রলীগের অনুমতি ছাড়া ওই তালা না খোলারও হুমকি দেয়া হয়

 

বিষয়ে জানতে তবলছড়ি গ্রীন হিল কলেজ ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবিরের মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে বলেন, কলেজে কর্মসূচি করতে না দেয়ার কারণ জানতে কলেজের স্যারদের সাথে কথা বলতেছিলাম। কলেজের গেইটে তালা দেয়া হয়নি। ভিডিওতে তালা দেয়ার দৃশ্য সম্পর্কে জানতে চাইলে চুপ হয়ে যান। 

 

তবলছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদ পাটোয়ারী বলেন, রাতে ফেসবুকে একটি ভিডিও দেখেছি। মাটিরাঙ্গা ইউনিট থেকে বিষয়ে জানানো হয়েছে। ছোট মানুষ ভুলে হয়ত কাজটি করছে। বিষয়ে সংবাদ না করারও অনুরোধ করেন। 

 

তবলছড়ি গ্রীন হিল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, ছাত্রলীগ ২১ শে আগস্টের কর্মসূচি করতে না পেরে ক্ষিপ্ত হয়ে তালা দেয়। পরে তাদের বুঝিয়ে শুনিয়ে তালা খুলে নেয়া হয়। এটি তেমন বড় কোন ঘটনা নয়। 

 

তবে বিষয়ে জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা বলেন, পোস্ট হওয়া ভিডিও দেখেছি। বিষয়ে গঠনতন্ত্র মোতাবেক নিয়ম অনুসরণ করে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলানোর ধৃষ্টতা দেখানোর ঘটনা সত্য হলে কঠিন ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions