কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সুধীর মেম্বার পাড়ার বাসিন্দা আশরাফুল আলম সুজন (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ১৩ আগষ্ট থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সম্ভাব্য সবজায়গায় খোঁজাখুজি করেও না পেয়ে দীঘিনালা থানায় সাধারণ ডাইরি করেছেন নিখোঁজের সাবেক ইউপি সদস্য রহিমা বেগম।
নিখোঁজ আশরাফুল আলম সুজন দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের সুধীর মেম্বার পাড়া গ্রামের মৃত মোঃ আফছার উদ্দিনের বড় ছেলে। সে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
নিখোঁজের স্বজনর ও সাধারণ ডায়েরির মাধ্যমে জানা যায়, গত ১৩ আগষ্ট সকালে তার খালা রহিমার কাছে খাগড়াছড়ি সদরে উন্মুক্ত ডিগ্রি কলেজে যাবে বলে বাসা থেকে বের হয়। সেদিনই বেলা ১১ টায় তার মুঠোফোনে কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে অনেক খোঁজার পরও তাকে আর পাওয়া যায়নি। নিখোঁজের ৭ দিন পেরিয়ে গেলে গতকাল ২০ আগষ্ট নিখোঁজ হয়েছে মর্মে থানায় জিডি করা হয়।
নিখোঁজের খালা সাবেক বোয়ালখালী ইউপি সদস্য রহিমা বেগম জানান, 'নিখোঁজের মা আমার বোন গত ২৭ বছর ধরে মানসিক রোগে ভুগছেন। তার বাবা নেই। আমার দুই ভাগিনা আশরাফুল আলম সুজন (৩০) ও মোঃ আশরাফ আহমেদ (প্রিন্স) আমাদের সাথেই থাকে। গত ১৩ জুন দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে ঝগড়া হয়। বিষয়টি নিয়ে নিজেরা সমাধান করার চেষ্টায় করেছি। পরে ছোট ভাই মোঃ আশরাফ আহমেদ(প্রিন্স) বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছে।'
দীঘিনালা থানার ডিউটি অফিসার (উপ-পরিদর্শক) মাসুম ফরহাদ জানান, 'দীঘিনালা থানায় আশরাফুল আলম সুজন (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছে মর্মে ৭ দিন পর ডাইরি করেছে নিখোঁজের খালা। আমরা বিষয়টি দেখছি।'