বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

৫০তম রক্তদান উপলক্ষে সাংবাদিক অপু দত্তকে সংবর্ধনা

প্রকাশঃ ২১ অগাস্ট, ২০২২ ০৫:২২:১৬ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ১২:৩২:৩৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে সামাজিক সংগঠক সাংবাদিক অপু দত্তের ৫০ তম রক্তদান উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্মিলিত সামাজিক সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। 

 

খাগড়াছড়ি সেচ্ছাবতি উজ্জীবক ফোরামের সাবেক সভাপতি রানা হামিদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা। 

 

অনুষ্ঠানে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক আজিমুল হক,খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক জহির আহমেদ, সামাজিক সংগঠক প্রভাত তালুকদার, শহিদুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। 

 

অনুষ্ঠানে বক্তারা, খাগড়াছড়িতে একটি ব্লাড ব্যাংক তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়াও বিনা প্রয়োজনে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব বন্ধ করা প্রয়োজন উল্লেখ করে বলেন খাগড়াছড়িতে রক্ত অধিকাংশ সিজারিয়ান মায়ের জন্য ব্যবহার হয়। সিজার কমে গেলে রক্তের চাহিদা অর্ধেকে নেমে আসবে বলে উল্লেখ করেন। 

 

বক্তারা ৫০ তম বার রক্তদান করায় অপু দত্ত কে ধন্যবাদ জানান। অপু দত্তের মতো এমন মহত কাজে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions