বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

পানছড়িতে হয়রানির অভিযোগে ব্যবসায়ীদের মানবন্ধবন

প্রকাশঃ ২০ অগাস্ট, ২০২২ ০৫:২১:০৯ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৭:৪৪:৫৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির পানছড়িতে এক ব্যক্তির বিরুদ্ধে ভূমি জবর দখল করার জন্য মিথ্যা মামলা দায়ের, হুমকি ও হয়রানির অভিযোগ এনে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।

শনিবার সকালে পানছড়ি বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন,‘ পার্বত্য জেলা পরিষদের আওতাধীন বাজার ফান্ডের মাধ্যমে প্লট নিয়ে আমরা ব্যবসা করছি। এজন্য সরকারকে  নিয়মিত রাজস্ব করও প্রদান করছি। কিন্ত পানছড়ির ‘চিহ্নিত ভূমিদুস্য, মামলাবাজ’ আব্দুল করিম এসব প্লট নিজের জায়গা দাবি করে আসছে। বিভিন্ন সময় বাজারে ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছে। এমনকি ব্যবসায়ীদের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছে।’

এসময় হয়রানি বন্ধে প্রশাসনের হসÍক্ষেপ চেয়েছে ব্যবসায়ীরা ।

মানববন্ধনের  বক্তব্য রাখেন পানছড়ি বাজার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, বিজয় কুমার দে, উত্তম কুমার দে, শহিদুল ইসলাম, সমীর কান্তি সাহা, ফারুক  হোসেন প্রমুখ।

পরে ব্যবসায়ীরা পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) বরাবর স্মারকলিপি পেশ করে।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল করিম বলেন,‘ আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা প্রপাগান্ডা। আমি তাদের (ভূমি দখলকারী) অত্যাচার সহ্য করতে না পেরে প্রাণ ভয়ে পানছড়ি ছেড়ে পরিবার নিয়ে  জেলা শহরে মানবেতর জীবনযাপন করছি। আমি প্লটের দখল পাওয়ার জন্য ১৯৯৯ সালে আদালতে মামলা করেছি। দীর্ঘ শুনানি শেষে ২০১৭ সালে সুপ্রীম কোর্ট হাইকোর্ট ডিভিশন  আমার পক্ষে রায় ঘোষণা করে ৬০ দিনের মধ্যে আমাকে  জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু আমার জমি আমাকে বুঝিয়ে না দিয়ে ব্যবসায়ীরা দখল করে আছে। গত বছরের ২২ অক্টোবর  আমাকে পানছড়ি বাজারের ছুরিকাঘাত করেছে।  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অর্থ সংকট ও প্রাণহানির ভয়ে আমি উচ্ছেদ মামলাও করতে পারছি না।’


খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions