বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

প্রধান শিক্ষিকাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করলেন শিক্ষা কর্মকর্তা

প্রকাশঃ ১৬ অগাস্ট, ২০২২ ০৬:৩৭:০৯ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৯:৩৫:৪৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে। ভিকটিম মৌসুমি ত্রিপুরা জেলা সদরের মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বর্তমানে তিনি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মৌসুমি ত্রিপুরা জানান, বিদ্যালয়ের প্রধান গেইট ঝুঁকিপূর্ণ হওয়ায় লিখিত ভাবে কর্তৃপক্ষকে জানতে মঙ্গলবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসে যান। এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুভায়ন খীসাকে আবেদনটি দিতে চাইলে উনি নিতে অস্বীকৃতি জানিয়ে অন্য জনকে দিতে বলেন। কাজ শেষ করে ফেরার পথে কেন এমন করছেন জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করেন।

মৌসুমি ত্রিপুরা আরও বলেন, গত বছরের সেপ্টেম্বরে সুভায়ন খীসা তাকে বিয়ে করলেও এখনও সামাজিক ভাবে স্বীকৃতি দেননি।

খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিথিলা বড়ুয়া জানান, ভিকটিমের মাথা ও মুখমন্ডলে আঘাত রয়েছে। তাকে সদর হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুভায়ন খীসা বলেন, অফিসে এসে গায়ে হাত দেয়ায় তাকে সরাতে গেলে সেই পড়ে যায়। তারপর অন্য সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

খাগড়াছড়ির জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, এ বিষয় শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions