বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে বিদ্যালয়ের গেইট পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশঃ ১০ অগাস্ট, ২০২২ ০৪:০৪:৩৮ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ১২:১৮:২৩

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি সদরের খবংপুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট পড়ে শ্রাবণ দেওয়ান () নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল টার দিকে বিদ্যালয়ে প্রবেশের সময় দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ ওই বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শিক্ষার্থী। শ্রাবণ দেওয়ান নারায়ণখাইয়া গ্রামের প্রণয় দেওয়ানের ছেলে

 

খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

ঘটনার জন্য এলাবাসী নিহতের স্বজনরা বিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করছেন। স্বণির্ভর বাজারের ব্যবসায়ী কলিন চাকমা বলেন, দীর্ঘদিন ধরে গেইটটি ভাঙ্গা ছিল। শিক্ষার্থীরা আসা যাওয়ার সময় গেইট ধরে খেলা করত। তারপর বিদ্যালয় কর্তৃপক্ষ গেইটটি সরিয়ে না নিয়ে বাঁশের খুঁটি দিয়ে লাগিয়ে রেখেছিল। এটা বিদ্যালয়ের ব্যবস্থাপনার সমস্যা। 

 

খাগড়াছড়ির প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, ঘটনার পরপর বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। ঘটনায় শিক্ষক বা অন্য কারো কোন দায় আছে কিনা তা তদন্তে কমিটি করতে জেলা পরিষদ চেয়ারম্যান জেলা প্রশাসক বরাবরে চিঠি দেয়া হচ্ছে। 

 

দিকে ঘটনার পরপর রক্তাক্ত অবস্থায় শ্রাবণ দেওয়ানকে খাগড়াছড়ি সদর হাপতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রয়েছে। 

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, ময়নাতদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions