বান্দরবানে
রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে কৃষকদের জুম চাষে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশঃ ৩১ অগাস্ট, ২০১৮ ১১:১০:৪৭
| আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৪:৫৯:৪২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে পার্র্বত্য এলাকায় বসবাসরত কৃষকদের জুম চাষে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে এক মাঠ দিবস অনুষ্টিত হয়েছে।
শুক্রবার বিকেলে সাসটেইনেবল ল্যান্ড ম্যানেজমেন্ট সি আর পি, হিল এগ্রিকালচারের আয়োজনে ও কৃষি গবেষনা ফাউন্ডেশনের অর্থায়নে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার যামিনী পাড়া জুম পাহাড়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এসময় মাঠ দিবসে রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে প্রতিবছর জুম চাষ করার জন্য কৃষকদের উদ্ধুদ্ব করেন আয়োজকেরা। এসময় বক্তারা বলেন, পার্বত্য জেলার মধ্যে বান্দরবান জুম চাষের জন্য বেশ উপযোগি স্থান, আর বর্তমানে পরিকল্পিত জুম চাষের ফলে কৃষকদের অর্থনৌতিক অবস্থার অনেকটাই উন্নয়ন ঘটছে ।
মাঠ দিবসে উপস্থিত ছিলেন সি আর পি, হিল এগ্রিকালচারের কম্পোনেন্ট লিডার প্রফেসর ড:এ জে এম সিরাজুল ইসলাম,প্রিন্সিপাল ইনভেস্টিগেটর (পিআই) প্রফেসর ড.অলোক কুমার পাল,কৃষি গবেষণা ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর ড.ওয়াইস কবির, কো-অর্ডিনেটর ড.নুরুল আলম,বৈজ্ঞানিক কর্মকর্তা মো:জোনায়েতসহ রোয়াংছড়ি যামিনী পাড়ার জুম চাষীরা।