কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির জেলার দীঘিনালা উপজেলায় যুব রেড ক্রিসেন্ট সহশিক্ষা কার্যক্রমের আওতায় দল গঠন ও মৌলিক বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের মাল্টিমিডিয়া ক্লাস রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা হাসান মোর্শেদ রিফাত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ দুলাল হোসেন, সাবেক দীঘিনালা উপজেলা যুব প্রধান সুমন চন্দ্র নাথ প্রবীর, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের যুব উপদেষ্টা দিদারুল আলম রাফি প্রমূখ।
কর্মশালা অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক কর্তৃক প্রেস এওয়ার্ড ২০২১-২০২২ প্রাপ্ত হওয়ায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক পলাশ বড়ুয়াকে দীঘিনালা ইউনিটের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় অন্যান্যের পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন ইন্সপেক্টর আব্দুর রহমান, উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলনেতা রবিউল আওয়াল সহ ইউনিটের নেতৃবৃন্দ ও কলেজের পড়ুয়া শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রেড ক্রস রেড ক্রিসেন্ট কর্মশালা শেষে কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে যাচাই বাছাই পূর্বক ৫৩ সদস্য বিশিষ্ট কলেজ কমিটি গঠন করা হয়েছে।