কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)।খাগড়াছড়ি জেলায় রেড ক্রিসেন্ট কর্তৃক পরিচালিত ইকোনমিক সিকিউরিটি (ইকোসেক) প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় প্রকল্পভূক্ত ৩৯ পাড়ার সভাপতি ও কমিউনিটি অর্গানাইজার সহ ৬০ জন।
আজ রোববার (৩১ জুলাই) বেলা ১১টায় খাগড়াছড়ি জেলা স্কাউট ভবনের হলরুমে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি ও প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শানে আলম।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ধীমান খীসা, সুইচিং থুই মারমা, ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ফরহাদ হোসেন সহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
এছাড়া ত্রৈমাসিক সমন্বয় সভায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিট কার্যনির্বাহী সদস্য মোঃ দুলাল হোসেন প্রমূখ।
ত্রৈমাসিক সমন্বয় সভায় ইকোসেক প্রকল্পের মাঠ সংগঠক মো. দিদারুল আলম রাফির সঞ্চালনায় বক্তারা প্রকল্পের অগ্রগতি ও করণীয় বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, খাগড়াছড়ি জেলাধীন ৬ উপজেলার ৩৯ পাড়ায় সর্বমোট ১৭৮৩ পরিবারকে অর্থ সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এরমধ্যে জীবিকায়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ১৭৪০ পরিবারকে ৩০ হাজার টাকা হারে ৫ কোটি ২২ লাখ ও ভোকেশনাল প্রশিক্ষণ পরবর্তী প্রকল্প বাস্তবায়নের জন্য ৪৩ জনকে ১৮ লক্ষ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।