বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশঃ ২৩ জুলাই, ২০২২ ০৬:১৭:৫০ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০৯:২২:১৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি।"নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও মৎস্য প্রাণিসম্পদ  অধিদপ্তরের  জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার(২৩জুলাই)সকালে খাগড়াছড়ি জেলা মৎস কর্মকর্তার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় সভাপতিত্ব করেন জেলা মৎস কর্মকর্তা . মঈন উদ্দিন আহমদ

 

সংবাদ সম্মেলনে জেলা মৎস কর্মকর্তা .মঈন উদ্দিন জানান,সপ্তাহব্যাপী মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।বর্তমান সরকারের মৎস্যখাত একটি অন্যতম খাত।বৈশ্বিক মহামারীজনিত প্রতিকূল পরিবেশেও এদেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।প্রাকৃতিক জলাশয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা, জীববৈচিত্র সংরক্ষণ, পরিবেশ বান্ধব উন্নত প্রযুক্তিনির্ভর কার্যক্রম গ্রহনের ফলে বাংলাদেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিগত ১০বছরের হিসাব অনুযায়ী মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের বিশ্বে প্রথম।অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ এবং এশিয়ার মধ্যে তৃতীয়।পাশাপাশি বিশ্বে সামুদ্রিক উপকূলীয়  ক্রাস্টালিয়া ফিনফিস উৎপাদনে যথাক্রমে ৮ম ১২তম স্থান অধিকার করেছে

 

সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানান,প্রতিবছরের ন্যায় সারাদেশসহ খাগড়াছড়িতেও সপ্তাহব্যাপী (৭দিন) জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।আজ ২৩জুলাই থেকে ২৯জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ  উদযাপন উপলক্ষে নানান কর্মসূচির হাতে নিয়েছে।২৩জুলাই ১ম দিন মাইকিং,ব্যানার, ফেস্টুন' মাধ্যমে ব্যাপক প্রচারণা,২য় দিন বর্ণাঢ্য শোভাযাত্রা, শোভাযাত্রাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হয়ে জেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হবে,পরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।৩য় দিন প্রান্তিক পর্যায়ের মৎস চাষী  মৎসজীবিদের সাথে মতবিনিময় সভা,৪র্থ দিন জেলা শহরে গুরুত্বপূর্ণ জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা,৫ম দিন উপজেলা গুরুত্বপূর্ণ এলাকায় মৎসচাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান,পুকুরের মাটি পানি পরীক্ষা।৬ষ্ঠ দিনে সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান,৭ম দিন জাতীয় মৎস সপ্তাহের মূল্যায়ন সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

 

সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া,সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ নুরুল আজম,সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী,জেলা মৎস অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ,জেলা মৎস অফিসের জরিপ কর্মকর্তা তাপস ত্রিপুরা প্রমুখ।এছাড়াও বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions