বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট'র প্রাথমিক চিকিৎসা, সন্ধান ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ শুরু

প্রকাশঃ ২২ জুলাই, ২০২২ ০৯:৫৬:৩৪ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ১১:১২:৩২

সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)।খাগড়াছড়ি জেলা উপজেলা পর্যায়ের ৩০ জন যুব রেড ক্রিসেন্ট সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা, সন্ধান উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে খাগড়াছড়ি সদর, মহালছড়ি, মানিকছড়ি, মাটিরাঙা রামগড় উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্যরা

 

শুক্রবার (২২ জুলাই) সকালে খাগড়াছড়ি সদরস্থ হিলটপ হোটেলের হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক তরুণ কান্তি সাহা, ইউনিট কার্যনির্বাহী সদস্য মো. জসিম উদ্দিন, রোকেয়া বেগম মো. শহিদুল ইসলাম, ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার, পরিকল্পনা উন্নয়ন বিভাগের প্রকল্প কর্মকর্তা রাকিবুল আলম, যুব প্রধান শাহাজ উদ্দিন খোন্দকার প্রমূখ

 

উদ্বোধনী বক্তব্যে ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার বলেন, 'খাগড়াছড়ি জেলা প্রতিটি উপজেলা পর্যায়ে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা অত্যন্ত সুনামের সাথে সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যেকোনো দুর্যোগে তারা ঝাপিয়ে পড়ে সেবা দেয়া জন্য। প্রশিক্ষণটি সম্পন্নের পর তারা আরও বেশি দক্ষতার সাথে কাজ করতে পারবে।'

 

উল্লেখ্য, প্রাথমিক চিকিৎসা, সন্ধান উদ্ধার বিষয়ক প্রশিক্ষণটি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা উন্নয়ন বিভাগ বাস্তবায়ন করছে। খাগড়াছড়িতে প্রথম পর্যায়ে ৩০ জন যুব রেড ক্রিসেন্ট সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে, যা ২২ জুলাই থেকে শুরু হয়ে শেষ হবে ২৭ জুলাই

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions