বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে নদীতে ডুবে এক শিশুসহ দুইজনের মৃত্যু

প্রকাশঃ ০৯ জুলাই, ২০২২ ১১:৫৯:০০ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৪:৪৯:৪২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা সদরের দক্ষিন গঞ্জপাড়ায় চেঙ্গী নদীতে পানিতে ডুবে এক শিশুসহ দুই জনের মৃত্যু ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নদীর পাড়ে খেলার সময় নদীতে পড়ে যায় গঞ্জপাড়ার নুর আলমের ৭ বছরের ছেলে মো: শামীম। তা দেখে শিশুটিকে বাঁচাতে নদীতে ঝাপ দেন দুই যুবক। কিন্তু তাদের মধ্যে একজন শিশু শামীমকে নিয়ে তীরে উঠতে পারলেও মো: আলমগীর (২৬) নামের ইট শ্রমিক পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয় বাসিন্দারা দু‘জনকেই উদ্বার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, মো: আলমগীর সাতার জানতেন না। তার বাড়ি জেলা সদরের শালবন গ্রামে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মুহাম্মদ রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের স্বজনদের কোন অভিযোগ না থাকায় পোস্টমর্টেম ছাড়াই হস্তান্তর করা হয়েছে।


খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions