বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে মুখোশবাহিনী কর্তৃক ধর্ষণের অভিযোগ হিল উইমেন্স ফেডারেশন ও নারী সংঘের

প্রকাশঃ ০৪ জুলাই, ২০২২ ০৪:৩০:০৪ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৬:২৮:১৭

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। খাগড়াছড়িতে এক নারীকে সেনাসৃষ্ট সন্ত্রাসীচক্র মুখোশবাহিনী কর্তৃক গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দুর্বৃত্তদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়ে আজ সোমবার (৪ জুলাই ২০২২) হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান এক যৌথ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে নেত্রীদ্বয় এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পাহাড়িদের সমাজে অতীতে কখনই এমন ঘটেনি, ধর্ষণ-এর প্রতিশব্দও নেই।  এ দুষ্কর্মের সাথে সাম্প্রতিক কালে যুক্ত হয়েছে নব্যমুখোশ বাহিনী। ফলে পাহাড়ে নারী নিরাপত্তা আরও বেশি হুমকির সম্মুখীন হয়েছে।

মূলত রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী সংস্থা ও তাদের মদদপুষ্টরাই ধর্ষণের মতো অপরাধে লিপ্ত হয় মন্তব্য করে নারী নেত্রীদ্বয় আরও বলেন, নবসৃষ্ট মুখোশবাহিনীর পাণ্ডারা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলার ব্যবসায়ী আব্দুল কাদের (৪৫) অপহরণ থেকে শুরু করে অফিস-আদালত, হাটে-বাজারে নিরাপত্তা বাহিনী ও পুলিশের নাকের ডগায় চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণ আদায় করে সাধারণ মানুষের জীবনে উপাত করলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয় না। এতে আস্কারা পেয়ে তাদের অপকর্ম সীমা ছাড়িয়ে যাচ্ছে। তার পরিণতি হচ্ছে সাম্প্রতিক কালে ধর্ষণ ঘটনা। সময় থাকতে দুর্বৃত্তদের প্রতিহত করা না গেলে ভবিষ্যতে এর পরিণাম আরও খারাপ হবে বলে নারী নেত্রীদ্বয় মন্তব্য করেন এবং চিহ্নিত দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ জুন ২০২২  মুখোশবাহিনীর চার জন দাগী আসামী পিন্টু চাকমা, জ্যাকশন চাকমা ও সাধু চাকমা দেওয়ান পাড়া নামক স্থানে এক নারীকে বান্ধবীর বাসা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে বলে ভিকটিম অভিযোগ করেন। ঘটনার বিবরণে প্রকাশ, দুর্বৃত্তরা উক্ত নারীকে মারধরও করেছে। এ নিয়ে এলাকায় তীব্র অসন্তোষ দেখা দিলেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions