বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটালো রেড ক্রিসেন্ট !

প্রকাশঃ ২৯ জুনe, ২০২২ ১১:১৯:২৮ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১২:২৬:০৮

দিদারুল আলম রাফি, দীঘিনালা (খাগড়াছড়ি)। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনস্থাপন (আরএফএল) বিভাগ, পাকিস্তান রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসির) সার্বিক সহযোগিতায় দীর্ঘ ৩৫ বছর পর নিজ বাড়িতে ফিরেছেন খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি উপজেলার বাসিন্দা আব্দুল মুনাফ (৭০)

 

জানা যায় ৩৫ বছর বয়সে মুনাফ পরিবারের অসচ্ছলতা কাটাতে পাড়ি জমান পাশ্ববর্তী দেশ ভারতে। ভারত থেকে দালাল চক্রের মাধ্যমে চলে যান পাকিস্তানে। সেখানে নানান জটিলতায় আত্মগোপনে ছিলেন দীর্ঘ বছর। পরবর্তীতে পাকিস্তানি পুলিশের হাতে আটক হয়ে ১৭ বছর কারাভোগ করেছেন

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের মাধ্যমে মুনাফের পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ করে তাকে দেশে ফিরিয়ে আনার সকল প্রক্রিয়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনস্থাপন বিভাগ (আরএফএল) পাকিস্তান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে সম্পন্ন করে

 

 

আরএফএল বিভাগের সংস্লিষ্টরা জানান, আব্দুল মুনাফকে বিমানযোগে পাকিস্তান থেকে প্রথমে তুরস্ক এয়ারলাইন্স হয়ে এরপর বাংলাদেশে আনা হয় তাকে পরিবারের কাছে হস্তান্তরের সকল প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

 

বুধবার (২৯ জুন) ঢাকাস্থ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে আবদুল মুনাফকে পরিবারের কাছে পৌঁছে দিতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার নিজ বাড়িতে আনা হয়। এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের জুনিয়র সহকারী পরিচালক এস এম জাহিদুর রহমান, জেলা আরএফএল টীমের সদস্য মোহাম্মদ আল আমিন, মানিকছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান মিন্টু মারমা, দলনেতা থোয়াই অং প্রু মারমা, যুব সদস্য আবু জাফরসহ সংস্লিষ্ট যুব রেড ক্রিসেন্ট সদস্য প্রমূখ

 

পরিবারের কাছে ফিরে আব্দুল মুনাফ জানান, নিজ দেশের হাওয়া তার খুব ভালো লাগছে। পরিবারের কাছে ফিরে আসতে পেরে আনন্দিত। দেশে ফিরিয়ে আনার উদ্যোগের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানান মুনাফ

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions