কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি
টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে সিএনজি ও মাহিন্দ্র মালিক
সমিতির ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ২৪ জুন
শুক্রবার সকাল ১০ থেকে শুরু হয়ে একটানা বিকাল ৩ টায় ভোটগ্রহন শেষ হয়।
নির্বাচনে
রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন মহালছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা মো.
আলমগীর হোসেন। ১৭ জন প্রতিদ্বন্ধি প্রার্থীকে সমিতির ২০৩ জন সদস্য ভোটাধিকার
প্রয়োগ করেছেন। ভোটগ্রহন শেষে ভোট গণনা শুরু হয়। সভাপতি পদে বিপুল চৌধুরী ছাতা
প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি টিটু দে গোলাপ ফুল
প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ ভোট। সম্পাদক পদে
আরবেন চাকমা বটগাছ প্রতীক নিয়ে ৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি সফিকুল ইসলাম মাছ প্রতীক
নিয়ে পেয়েছেন ৭১ ভোট।
কোষাধ্যক্ষ পদে স্বপন জ্যেতি চাকমা বাই সাইকেল প্রতীক নিয়ে ১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি মো. আমির হামজা মই প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ ভোট। সহ সভাপতি পদে মোকবুল হোসেন আনারস প্রতীক নিয়ে ১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি এবাদ আলী মোমবাতি প্রতীক নিয়ে ৪৬ ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে উপন চাকমা, নুকুল চাকমা, মো. মামুন মিয়া, সুপন চাকমা বিজয়ী হয়েছেন।