চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি
(খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে খাগড়াপুর
মহিলা কল্যাণ সমিতির উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৮ মে শনিবার সকাল সাড়ে ১১ টায়
মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি, উপজেলা কর্মসূচী কর্মকর্তা স্বপ্না চাকমার সঞ্চালনায় শিক্ষক
মন্টু চাকমার সভাপতিত্বে "এমন একটি বিশ্ব গড়া যেখানে ২০৩০ সালের মধ্যে মাসিকের
কারণে কেউ পিছিয়ে থাকবে না" এ মূল লক্ষ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডা. তোরানা জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি( কেএমকেএস) এর সমন্বয়ক, কাজল বরণ ত্রিপুরাসহ মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ ও উপজেলার কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা কৈশরকালীন সময়ে ঋতুস্রাবের বিষয়ে সামাজিক কুসংস্কার গুলি ভেঙে মাসিককে ঘিরে অন্যায় কলংকের অবসান ঘটানোর আহবান জানান। এ ছাড়া মাসিক স্বাস্থ্য বান্ধব পণ্যের সরবরাহ, সহজলভ্যতা, মাসিক বিষয়ক শিক্ষা এবং পিরিয়ড বান্ধব স্যানিটেশন সুবিধা সংক্রান্ত প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহবান জানানো হয়।