চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলায় নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২৮ মে) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে র্যালী শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো "মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে।"
র্যালী পারবর্তী আলোচনা সভায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও রিসোর্স পার্সন ডা. জয়া চাকমা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক, স্থায়ীত্ত্বশীল উন্নয়নের জন্য সংগঠন - ইপসা কর্তৃক পরিচালিত সুখী জীবন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর পেহেলি চাকমা প্রমূখ।
এসময় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, কমিউনিটি ক্লিনিক রিপ্রেজেনটেটিভ, স্বাস্থ্যকর্মী অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় ইপসা কর্তৃক পরিচালিত সুখী জীবন প্রকল্পের রিসোর্স পুলের সদস্যরা উপস্থিত থেকে মা ও শিশু মৃত্যুর হার কমাতে নিরাপদ মাতৃত্ব বিষয়টি নিশ্চিতে তাদের কর্ম পরিকল্পনা তুলে ধরেন।