প্রকাশঃ ১৭ মে, ২০২২ ১২:৩৮:০০
| আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১২:০৪:৫৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি শ্লোগানে খাগড়াছড়ির বাণিজ্যিক উপজেলা দীঘিনালায় পূবালী ব্যাংকের উপ শাখার সেবা কার্যক্রম চালু হয়েছে। মঙ্গলবার সকালে দীঘিনালা বোয়ালখালী বাজারে ব্যাংকের সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পূবালী ব্যাংক চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা।
পূবালী ব্যাংক খাগড়াছড়ির ব্যবস্থাপক অভিজিত ভট্টাচার্যের সভাপতিত্বে এ সময় পূবালী ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের উপ মহাব্যবস্থাপক খান মো. জাবেদ জাফর, চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান মো. আখতারুজ্জামান সরকার সহ স্থানীয় গণ্যমাম্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এ ছাড়া খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম, বিশিষ্ট ঠিকাদার এস অনন্ত ত্রিপুরা, জেলা চেম্বার অব কর্মাসের প্রতিনিধি সুদর্শন দত্ত ও দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সরকারের প্রতিশ্রুতি গ্রাম হবে শহর এই কথাকে বাস্তবে রূপ দিতে প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছে পূবালী ব্যাংক। এরই ধারাবাহিকতায় পাহাড়ের বাণিজ্যিক জনপথ দীঘিনালায় এ সেবা কার্যক্রম চালু হওয়ায় নিরাপদে আর্থিক লেনদেনের পথ সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।