চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। আর্মড পুলিশ
ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ, উত্তরা, ঢাকা এর উদ্যোগে আয়োজিত খাগড়াছড়ি জেলার মহালছড়িতে প্রথম অ্যাডভেঞ্চার ক্যাম্প ২০২২-এর সমাপনী
অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১০ মে মঙ্গলবার সন্ধ্যায় মহালছড়ির ৬ এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর মাঠ প্রাঙ্গনে মহা তাবু জলসা, গ্র্যান্ড ক্যাম্প-ফায়ার ও অংশগ্রহণকারী রোভার-স্কাউটদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অ্যাডভেঞ্চার ক্যাম্প ২০২২-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রথম অ্যাডভেঞ্চার ক্যাম্প ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, মহালছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ভারপ্রাপ্ত অধিনায়ক, ৬ এপিবিএন ও ক্যাম্প চীফ, অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২২, তাসলিম হুসাইন, অধ্যক্ষ, মহালছড়ি এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সহকারী পুলিশ সুপার, ৬ এপিবিএন ও ডেপুটি ক্যাম্প চীফ, প্রথম অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২২, কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার, ৬ এপিবিএন, জুয়েল চাকমা, সাবেক সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা, মোঃ মারুফ-উজ-জামান, উপাধ্যক্ষ, মহালছড়ি এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও সভাপতি।
আগত অতিথিদেরকে স্কাপ
পড়িয়েপ্রথম অ্যাডভেঞ্চার
ক্যাম্প-২০২২, মোঃ রিয়াজুল ইসলাম, সম্পাদক,
এপিবিএন স্কাউট গ্রুপ, উত্তরা ঢাকা, প্রথম অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২২ এর
প্রোগ্রামার মির মাহাবুবুর রহমান স্নিগ্ধ, মির মাহফুজুর রহমান মু্গ্ধ ও মোঃ শরীফুল
ইসলাম এবং অনুরুপ কুমার, সাধারণ সম্পাদক, এআরএসবি সহ ঢাকার উত্তরা, পঞ্চগর,
সিলেট, বগুরা, গোপালগঞ্জ থেকে আগত শিক্ষক
ও রোভার-স্কাউট এর সদস্যারা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে মহালছড়ি এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকার উত্তরা ও গোপালগঞ্জ এর রোভার-স্কাউটদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে অতিথিদেরকে স্কার্ফ পরিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করেন রোভার-স্কাউটের সদস্যরা।