শেষ মুহুর্তে জমে উঠেছে বান্দরবানে কোরবানি পশুর হাট
প্রকাশঃ ২০ অগাস্ট, ২০১৮ ১১:৩০:২৬
| আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ ০৯:২৩:৫৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান জেলার বিভিন্ন কোরবানি পশুর হাট শেষ মুর্হুতে বেশ জমে উঠেছে। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাহিরেও নিয়ে যাচ্ছে কোরবানির পশু। তবে গত বছরের তুলনায় এ বছর কোরবানির পশুর দামটা কিছুটা চড়া। জেলার কোরবানির হাট এখন সরগরম।
রুমা, রোয়াংছড়ি, থানচিসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে স্থানীয় কৃষক, খামারি এবং ব্যবসায়ীরা গরু নিয়ে আসছেন হাটে। বেচাকেনাও বেশ ভাল বলে জানিয়েছেন বাজারের ইজারাদাররা। ক্রেতাদের কাছে এ বছর ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। ছোট আকারের গরু ৪০ থেকে ৫০ হাজার, মাঝারি আকারের গরুু ৬০ থেকে ৭০ হাজার এবং বড় গরু বিক্রি হচ্ছে ১ লাখ থেকে ১ লাখ ৭০ /৮০ হাজার টাকার মধ্যে। কৃত্রিম কোন ঔষধ ব্যবহার না করে এখানে প্রাকৃতিকভাবে গরু পালন এবং মোটাতাজা করা হয় না বলে জেলার বাহিরে বান্দরবানের গরুর বাড়তি আকর্ষণ রয়েছে।
গরু কিনতে আসা ক্রেতা মোঃ জহির উদ্দিন চৌধুরী বাবর ও আবদুর রশিদ জানান, গরুর দাম মোটামুটি সহনশীল পর্যায়ে রয়েছে। কোরবানী দাতারা তাদের সাধ্যের মধ্যে গরু ক্রয় করতে পারছেন। কোরবানীর বাজারে বেচা-বিক্রি মোটামুটি ভালো হচ্ছে। তবে ছোট ও মাঝারি গরুর চাহিদা এবং দাম কিছুটা বেশি ছিলো। সব মিলিয়ে গত বছরের তুলনায় এ বছর গরুর দাম সহনশীল পর্যায়ে রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাহিরেও নিয়ে যাচ্ছে কোরবানির পশু।
স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল আযহায় অন্যান্য বছরের চেয়ে এ বছর বেশি উৎসাহ দেখা যাচ্ছে মানুষের মাঝে। যারা গরু-ছাগল কিনতে অসমর্থ তারাও সন্তোষ প্রকাশ করেছেন হাটবাজারে পশু বেচাবিক্রিতে। জেলা শহরের কয়েকটি অস্থায়ী গরুর বাজারে এক থেকে দেড় লাখ টাকারও বেশি দামের গরু বিক্রি হয়েছে। গরু বিক্রেতা আবুল খায়ের ও মোঃ নুরুল ইসলাম জানান, গত বছর গরুর মূল্য কম পেলেও এ বছর মূল্য একটু বাড়তি হওয়ায় বিক্রেতারা বেশ খুশি। পাহাড়ী এলাকায় রোগমুক্ত এবং প্রাকৃতিকভাবে গরু লালন পালন করায় ক্রেতাদের কাছে অনেক চাহিদা রয়েছে। এছাড়াও বান্দরবান জেলার বাহিরেও এসব গরুর চাহিদা অনেক বেশি এবং ভালো দামও পাওয়া যায়।
বান্দরবান জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, কোরবানি পশুর হাটে বাজারে গরু ক্রেতা-বিক্রেতা উভয়কে সব ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রতিটি বাজারে প্রয়োজনীয় সংখ্যক পোষাক ধারীর পাশাপাশি সাদা পোষাকের নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষনিক বাজার টহল দিচ্ছে।