চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। ঈদ আনন্দ উদযাপনে ভীড় বেড়েছে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন একমাত্র বিনোদন কেন্দ্র নকশী পল্লীতে। দীঘিনালার অন্যকোন বিনোদন কেন্দ্র না থাকায় ঈদে খানিক আনন্দ উপভোগ করতে এখানে আসছেন স্থানীয়রা।
বুধবার (৪ মে) বিকেলে নকশী পল্লী বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায় স্থানীয় মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে অনেকে এখানে ঘুরতে এসেছেন। ভিন্নরকম খাবারের পাশাপাশি প্রাকৃতিকভাবে গড়ে তোলা বিভিন্ন স্পটে ছবি তুলছেন অনেকে।
খাগড়াছড়ি জেলা সদর থেকে ঘুরতে আসা নাঈম হাসান বলেন, 'নকশী পল্লীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি। অনেক ভালো লেগেছে। এজন্য আমরা ৬ বন্ধু একসাথে ঘুরতে এসেছি। খাবারের মান এবং পরিবেশনকারীদের আন্তরিকতা অনেক ভালো লেগেছে।'
দীঘিনালার মেরুং এলাকা থেকে ঘুরতে আসা ফেরদৌসি জান্নাত বলেন, 'আমাদের এলাকায় নকশী পল্লী ছাড়া আর কোন ঘুরে বেড়ানোর জায়গা নেই। পরিবারের সবাইকে নিয়ে এসছি। সবাই অনেক আনন্দ করছে।'
নকশী পল্লী বিনোদন কেন্দ্রের স্বত্তাধীকারী মুন্না আজিজ জানান, 'ঈদ উপলক্ষে আমরা সবধরনের আয়োজন রেখেছি। স্থানীয় লোকজন ছাড়াও দূর দূরান্ত থেকে অনেকে বেড়াতে আসছেন। আমরা নকশী পল্লীর পক্ষ থেকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। পাশাপাশি প্রাকৃতিকভাবে সাজানো হয়েছে সবকিছু।'