চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের অধীনে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। মাঠ পর্যায়ে সহশিক্ষা কার্যক্রমের বর্তমান অবস্থা, অগ্রগতি ও উপজেলা পর্যায়ে যুব রেড ক্রিসেন্ট দল গঠনের সার্বিক দিক নিয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম, ইউনিট কার্যনির্বাহী সদস্য মো. জসিম উদ্দিন, ইউনিট কার্যনির্বাহী সদস্য ও সহশিক্ষা কার্যক্রমের প্রধান সমন্বয়ক মোঃ দুলাল হোসেন, ইউনিট কার্যনির্বাহী সদস্য ক্যজরী মারমা, রোকেয়া বেগম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের জুনিয়র সহকারী পরিচাল মোহাম্মদ মেহ্দী হাসান, সিনিয়র এসোসিয়েট ভলেন্টিয়ার ফারুক ইকবাল পলু, ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার সহ জেলা যুব প্রধান ও উপজেলা যুব রেড ক্রিসেন্ট'র দল নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজিত সমন্বয় সভায় যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি, সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও উপজেলা দল গঠনের বিষয়ে আলোচনা হয়।