প্রকাশঃ ২৯ মার্চ, ২০২২ ১২:২৯:০৫
| আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ১২:২৪:১৭
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়অছড়ি)। খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার মাটিরাঙা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৬৪ কিশোরীকে ইউএনডিপির সহায়তায় ডিগনিটি কিটস বিতরণ করেছে এনজিও সংস্থা ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশন (ইপসা)।
সোমবার (২৮ মার্চ) সকালে মাটিরাঙা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাটিরাঙা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক উপস্থিত থেকে এই ডিগনিটি কিটস বিতরণ করেন। এসময় আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএনডিপির প্রতিনিধি সুজাস চাকমা, ইপসা প্রতিনিধি আয়শা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাটিরাঙা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক বলেন, 'ইপসা এবং ইউএনডিপির এই উদ্যোগের ফলে বিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আরও বেশি স্বাস্থ্য সচেতন হবে। উদ্যোগটি সময়োপযোগী ও প্রশংসনীয়।'
মাটিরাঙা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আক্তার বিথী ডিগনিটি কিটস পেয়ে বলেন, 'আমরা মেয়েরা নিজেদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় উপকরণ পেয়ে অত্যন্ত আনন্দিত। এখন থেকে ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে আরও সচেতন হবো।'
ইপসা প্রতিনিধি আয়শা আক্তার জানান, 'আমরা ইউএনডিপির সহায়তায় শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মেয়ে এবং নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বিদ্যালয়ের কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছি। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে একটি করে সেইফ স্পেস রুম করে দেয়া হচ্ছে যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মনোসামাজিক বিষয়গুলো নিয়ে আলোচনা ও মাসিককালীন সময়ে নিজেদের পরিচ্ছন্নতা সম্পাদন করতে পারে।'
ডিগনিটি কিটসে রয়েছে বালতি, মগ, স্যানিটারি ন্যাপকিন, নেল কাটার, কটন বাড, স্যান্ডেল, দুই ধরনের সাবান সহ প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ।
উল্লেখ্য, শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মেয়ে এবং নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় মাটিরাঙা উপজেলার ১০টি বিদ্যালয়ে প্রায় ১৪০০ ডিগনিটি কিটস বিতরণ ও ১০টি সেইফ স্পেস রুম স্থাপন করা হবে।